প্রেমের প্রস্তাব দিতে গিয়ে মোমের আগুনে পুড়ল প্রেমিকের ঘর

বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে মোমের আগুনে পুড়েছে প্রেমিকের অ্যাপার্টমেন্ট। ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের এক ব্রিটিশ নাগরিক তার বান্ধবীকে কয়েকশ' মোমবাতি জ্বালিয়ে ফিল্মি কায়দায় প্রেমের প্রস্তাব দিয়ে এ অঘটন ঘটান।
ওই ব্যক্তি বান্ধবীকে ঘরে নিয়ে আসার আগে নিজের অ্যাপার্টমেন্টে কয়েকশ' মোমবাতি জ্বালিয়ে, বেলুন লাগিয়ে এবং ওয়াইন ভরে চমক দেয়ার মতো সব প্রস্তুতিই সেরে রেখেছিলেন। বান্ধবীকে চমক দিতে গিয়ে নিজেই চমকে গেছেন। বান্ধবীকে নিয়ে বাড়ি আসার পর দেখলেন তার অ্যাপার্টমেন্টে দাউ-দাউ করে আগুন জ্বলছে।
মঙ্গলবার সাউথ ইয়র্কশায়ার ফায়ার সার্ভিস জানায়, ওই ব্যক্তি তার বান্ধবীকে গাড়ি করে নিজের বাড়িতে নিয়ে আসার পর দেখেন তার ঘরে আগুন লেগেছে। আসলে তিনি যেখানে মোমবাতি জ্বালিয়ে রেখে গেছেন, তার কাছেই একটি টেবিল ল্যাম্পও জ্বালিয়ে রেখে গেছেন। ওই কারণেই আগুন লেগে যায় তার ঘরে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হলেও এরই মধ্যে ওই ব্যক্তির ঘরের প্রায় সব আসবাবপত্রই পুড়ে যায়। ওই অ্যাপার্টমেন্টের পুড়ে যাওয়া আসবাবপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
তবে ওই অ্যাপার্টমেন্টে আগুন লাগার কারণে কেউ হতাহত হননি। যদিও পরে ওই ব্যক্তি বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিলে তিনি সঙ্গে সঙ্গে তাতে সম্মতি দেন এবং বিয়ের প্রস্তাবেও ‘হ্যাঁ’ বলে দেন।
রু