Daily Sylhet Sangbad - Latest Bangla News করোনামুক্ত হলেন যুক্তরাজ্য প্রবাসী মোহাব্বত শেখ
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:২১ পূর্বাহ্ন

প্রবাসডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০২-১৬ ০৬:১০:৪৫


করোনামুক্ত হলেন যুক্তরাজ্য প্রবাসী মোহাব্বত শেখ

করোনামুক্ত হলেন সিলেটের বিশ্বনাথের দশপাইকা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্যের নরউইচ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ‘ডেইলি সিলেট সংবাদ ডটকম’র প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোহাব্বত শেখ।

দীর্ঘ ১৬ দিন নরইউচ সিটির নিজ বাসায় আইসোলেশনে থাকার পর আজ ১০ নভেম্বর মঙ্গলবার তিনি সুস্থ হয়েছেন। এরআগে গত ৩১ অক্টোবর তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।গত ২৫ অক্টোবর থেকে তার জ্বর ও কাশি হলে করোনা সন্দেহে তিনি স্থানীয় হাসপাতালে নমুনা পরীক্ষায় দেন।

এরপর গত ৩১ অক্টোবর তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবদানে নিজ বাসাতেই তিনি আইসোলেশনে ছিলেন।বিষয়টি নিশ্চিত করে মোহাব্বত শেখ বলেন, আল্লাহর অশেষ কৃপায় এবং সকলের দোয়ায় তিনি করোনামুক্ত হয়েছেন।

তিনি জানান, প্রায় ১৫দিন আগে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবার পর থেকে তার জ্বর ও কাশি হয়। এরপর করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় দিলে তার করোনা রিপের্ট পজেটিভ আসে।


রু

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Google Ad Code Here