Daily Sylhet Sangbad - Latest Bangla News করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুলের পরিবার
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:১১ পূর্বাহ্ন

লাইফস্টাইলডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০২-১৬ ০৬:২১:৫৩


করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুলের পরিবার

দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, 'জ্বর আসার পর আজিজুল হাকিম ভাই ও তার স্ত্রী-পুত্র করোনা পরীক্ষা করান। তাদের তিনজনেরই করোনা রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।'

নাসিম নিশ্চিত করলেন, করোনা হলেও শারীরিক অন্য কোনও জটিলতা নেই তাদের। অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন সবাই।রক্তের কিছু টেস্টও করিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার রিপোর্ট আসবে।

তারপর চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন। সবার কাছে দোয়া চেয়েছেন আজিজুল হাকিম ও তার স্ত্রী-পুত্র৷


রু

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Google Ad Code Here