শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০২-১৬ ০৭:১৫:২৯


এসি ছাড়া যেভাবে রুমের ভিতর ঠান্ডা থাকবে

একে তো রোজার মাস, তার ওপর বেশ গরম পড়েছে। গরম অনেকেরই সহ্য হয় না। আবার এসি ব্যবহার করাও সম্ভব নয় সবার।

জেনে নিন এসি ছাড়াই যেভাবে ঘর ঠান্ডা থাকবে:

• সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে টেবিল ফ্যানের সামনে বাটিভর্তি বরফ রাখুন। ফ্যানের বাতাস বরফের মতোই ঠান্ডা হয়ে ঘরে ছড়িয়ে যাবে

• ঘরে অর্কিড জাতীয় গাছ রাখতে পারেন। গাছগুলো ঘরের মধ্যে থাকা গরম বাতাস থেকে কার্বনডাই-অক্সাইড সংগ্রহ করে ও অক্সিজেন সরবরাহ করে ঘরে ঠান্ডা রাখে

• ঘরে ক্রস ভেন্টিলেশন রাখুন। মানে যে দিকের দরজা বা জানলা খুলবেন, তার বিপরীতের দরজা এবং জানলা খুলে রাখুন। এতে ঠান্ডা বাতাস ঘরে ঢুকবে এবং বিপরীত দিক দিয়ে গরম বাতাসকে বের করে দেবে

• দরজার সামনে মেঝেতে পানি ভর্তি মাটির পাত্রে কিছু পাথর ও ফুলের পাপড়ি দিয়ে রাখুন

• ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিন

• অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে রাখবেন না • ঘর পরিষ্কার ও খোলামেলা রাখুন। সহজে বাতাস চলাচল করতে পারবে, ঘরও থাকবে ঠান্ডা বারান্দায় বা জানালায় বাঁশের পর্দা দিতে পারেন। এই পর্দায় পানি দিয়ে দিন। এসি ছাড়াই ঘর থাকবে ঠান্ডা ও আরামদায়ক।


রু

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code