সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ



ছাতক প্রতিনিধি

প্রকাশ: ২০২৩-১০-২৫ ০৬:৪০:৪৪


দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ১

ছবি, দিরাই থানা

পূর্ব বিরোধকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে সংঘর্ষ ও গোলাগুলিতে দুলাল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এঘটনায় উভয় পক্ষে আরও অন্তত ৩৫জন আহত হয়েছেন। নিহত দুলাল জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের আলীম উদ্দিনের ছেলে।

ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় বুদুর মিয়া, গোল আহমদসহ ৩জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দিরাইয়ের পুকিডর গ্রামের প্রবাসী আরজু খান ও হোসেন খান পক্ষের মধ্যে এঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, যুক্তরাজ্য প্রবাসী আরজু খাঁন ও তার চাচাতো ভাই হোসেন খানের মধ্যে জমি-জামা ও আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে।

সম্প্রতি বাড়ির আঙ্গিনায় আরজু খানের লোকজন দেয়াল নির্মাণ করেন। পরে হোসেন খানের লোকজন তা ভেঙে দেয়। এতে দু’পক্ষে উত্তেজনা আরও বেড়ে যায়।

একপর্যায়ে বুধবার সকালে আরজু খানের পক্ষের এক নারীর সঙ্গে প্রতিপক্ষের নারীদের কথা কাটাকাটি হয়। পরে দু’পক্ষেও লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু’পক্ষের লোকজনই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।

অর্ধঘন্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া (৫০) নিহত হন এবং উভয় পক্ষে আহত হন আরও ৩৫জন।

দিরাই থানার ওসি মুক্তাদীর আহমদ জানান, পারিবারিক বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না কদন্তের জন্য পাঠানো হচ্ছে।


ডেসিস/জেকে/২৫ অক্টোবর ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code