বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-০২-১১ ০৬:৩১:০০


নিখোঁজের পাঁচদিন পর বালাই হাওরে পাওয়া গেল নিখোঁজ স্কুলছাত্রের লাশ

ছবি, নিহত মোশারফ হোসেন

নিখোঁজের পাঁচদিন পর সিলেটের জকিগঞ্জের বালাই হাওরের একটি খাল থেকে মোশাররফ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামের জামিল আহমদের ছেলে ও রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির অষ্টম শ্রেনীর ছাত্র।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বালাই হাওরের কচুরিখাল থেকে অর্ধগলিত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। 

 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি বিকেল ৪টারদিকে মোশারফ  বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী নান্দিশ্রী গ্রামের একটি জলসায় যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও কোথাও সন্ধান না পাওয়ায় তার বাবা ওই দিন জকিগঞ্জ থানায় একটি জিডি করেন।

এর পাঁচদিন পর রোববার বিকেল ৩টার দিকে কুচিয়া শিকাওর গেলে স্থানীয়রা বালাই হাওরের খালে অর্ধগলিত লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।


ডেসিস/জেকে/১১ ফেব্রুয়ারি ২০২৪ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code