বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসার অধ্যক্ষ মখলিছুর রহমানের ইন্তেকাল
প্রবাসীসহ বিভিন্ন মহলের শোক
সিলেটের বিশ্বনাথের দশপাইকা আনোয়ারুল উলূম আলিম মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মখলিছুর রহমান ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১০মে) রাত ১টারদিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে নিজ বাড়ি গোবিন্দগঞ্জের পার্শ্ববর্তি রাধানগর থেকে হাসপাতালে নিয়ে যাবার সময় রাত ১টা ২১মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকারে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
ওইদিন (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথের দশপাইকা আনোয়ারুল উলূম আলিম মাদ্রাসারপাশের মোহাম্মদীয় ঈদগাঁহ ময়দানে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৪টায় তাঁর নিজ গ্রাম রাধানগর গ্রামের মাঠে শেষ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ছেলে, আত্মীয় স্বজনসহ দেশে-বিদেশে অসংখ্য ছাত্র/ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযার নামাজে বিশ্বনাথের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুহেল আমদ চৌধুরী, ছাতকের ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদসহ বিশ্বনাথ ও ছাতকের শতাধিক মাদ্রাসার প্রিন্সিপালগণ এবং হাজারো ধর্মপ্রাণ মুছল্লিরা অংশ নেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ ও ছাতকের বিশিষ্টজনেরা।
বিশ্বানথের ‘দৌলতপুর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’ :
সংগঠনের বালাদেশ কমিটির সভাপতি দৌলতপুর ইউনিয়নের দশপাইকা আনোয়ারুল উলূম আলিম মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মখলিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি-সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় তারা মাওলানা মখলিছুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশকারীরা হলেন, দৌলতপুর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোহাব্বত শেখ, সংগঠনের সহ-সভাপতি মো. মনির খান, সাধারণ-সম্পাদক হাসিন উজ্জামান নুরু, সহকারী সাধারণ-সম্পাদক মো. কদর উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী জাহির আলী, সহ-কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, মাহবুব আলী চুন্নু, হাজী খলিল উদ্দিন মো. দৌলত হোসেন, হানিফ আহমদ খান, ফারুক আলী, আবুল হোসেন মামুন।
আরও শোক প্রকাশ করেছেন ট্রাস্টি আবু শহীদ চৌধুরী, এমরান খান, তৈয়বুর রহমান, হাজী ওয়ারিছ উদ্দিন, হাজী আব্দুর রউফ, হাজী নেছার আহমদ, কবির মিয়া, আব্দুল রব, সিরাজুল ইসলাম হাজারী, আব্দুন নূর, সমুজ আলী, সরকুম আলী, হাজী জুনাব আলী, ইউসুফ আলী, মসলন্দর আলী, সুফিয়ান খান, শেখ মবস্বীর আলী, হাজী নফর আলী, হাজী আইয়ূব আলী, সুরুক মিয়া চৌধুরী, সমসু মিয়া, আনফর আলী (গিয়াস উদ্দিন), হাজী মফজ্জুল আলী (আমির আলী), তালুকদার আজাদ ইসলাম, সায়েরা বেগম তালুকদার, তালুদার ফাহাদ ইসলাম, সুহেল আখলাকুজ্জামান, কাউন্সিলর ইফতেখার আলম মুকুল, হাজী আনোয়ার হুসাইন, বেলাল আহমদ, হাবিবুর রহমান জানু, সাইদুর রহমান,
হাজী শেখ সোনাফর আলী, সলিসিটর আনছার হাবীব, শাহ তাজুল ইসলাম, কাওছার আহমদ, হাজী শেখ মজম্মিল আলী, জুবের আহমদ আলী, ফজর উল্লাহ আফরোজ, রহিম উল্লাহ (ছাদ মিয়া), আশিক মিয়া, জয়নাল আবেদীন, ইস্কন্দর আলী, ইয়াছিন আলী, এমদাদুল হক,এনায়েত হুসাইন, নুরুল আহমদ পাশা, আব্দুল আওয়াল চৌধুরী, নেছার মিয়া, কামরুজ্জমান কামরুল, আব্দুস সুবহান পায়েল, মোতাহির আলী, আব্দুল মুমিন বাবুল, স্বপন শিকদার, শাহ সহিদ নূর ইসলাম, আবুল কাহার ও সালিক মিয়া।
ডেসিস/জেকে/১০মে ২০২৪ইং