রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-০৬-১৪ ০৫:৫৫:৪৩


বিশ্বনাথে চেক-ডিজঅনার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফটো জিলু

সিলেটের বিশ্বনাথে আব্দুস শহীদ জিলু (৫৫) নামের চেকডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোওয়ানা জারির এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া জিলু উপজেলার দেওকলস ইউনিয়নের সুখিপুর গ্রামের মৃত হাজী আব্দুস সত্তারের ছেলে।

শুক্রবার (১৪জুন) সকাল ১১টায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠনো হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার (১৩জুন) বিকেলে তার নিজ বাড়ির পাশের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চেকডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোওয়ানা জারির (জিআর নং-৪৬২৪)।

পুলিশ জানায়, প্রায় ৭বছর আগে পেড়–রগাঁও মোকামবাড়ির বাসিন্দা বিশ্বনাথের অটো রাইসমিল ব্যবসায়ী আবুল হোসেন তালুকদারের নিকট থেকে ৫০হাজার টাকা ধার নেন সুখিপুরের আব্দুস শহীদ জিলু।

এরপর একাধিক সালিশ বৈঠক হলেও টাকা না দেওয়ায় ২০২৩ সালের ২৫জুলাই সিলেটের দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। সিলেটের দায়রা জজ আদালতের মামলা নং (দায়রা মামলা নং ৪৬/২০২৩ইং)।

বিশ্বনাথ থানার এএসআই আবুল কালাম বলেন, একটি গ্রেপ্তারের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠনো হয়েছে।


ডেসিস/জেকে/১৪জুন ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code