৯বছরের সাজার ভয়ে ৩৫বছর পলাতক!
১৯৮৯ সালে একটি হত্যা প্রচেষ্টা মামলায় খলুনার পিরোজপুরের একটি আদালতে ৯বছরের সাজা হয় হাকিম মাতুব্বর নামের এক ব্যক্তির। সেই রায়ের পর থেকে গ্রেপ্তার এড়াতে পলাতক হয়ে যান হাকিম।
এর দীর্ঘ প্রায় ৩৫ বছর পর খুলনা থেকে র্যাব-৬ এর একটি টিম গ্রেপ্তার করেছে তাকে। এরপর শনিবার (১৩জুলাই) আইনী প্রক্রিয়া শেষে পিরোজপুরের ইন্দুরকানী থানায় তাকে হস্তার করেছে র্যাব।
আগেরদিন শুক্রবার (১২জুলাই) রাতে খুলনার রূপসা এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। সে খুলনার পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালি গ্রামের মৃত মোবারক আলী মাতুব্বরের ছেলে।
ওইসময় সময় র্যাব-৬ এর একটি টিম অভিযান চালায় রূপসা ট্রাফিক মোড় এলাকায়। অভিযানের এক পর্যায়ে গ্রেপ্তার হন তিনি।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবির সাংবাদিকদের জানান, ১৯৮৭ সালে হাকিমের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি হত্যা চেষ্টায় মামলা দায়ের হয়। ১৯৮৯ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় তাকে ৯ বছরের সাজার রায় ঘোষণা করেন।
এরপর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক হিসেবে বসবাস করে আসছিলেন। সর্বশেষ গত ১২ জুলাই খুলনা থেকে র্যাব-৬ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডেসিস/জেকে/১৩জুলাই ২০২৪ইং