বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৪-০৭-১৬ ০৮:০৭:১৭


বিশ্বনাথে ইউনাইটেড ইউকে’র পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে নগদ-অর্থ বিতরণ সম্পন্ন

নগদ অর্থ-বিতরণের উদ্বোধন

সিলেটের বিশ্বনাথ পৌরসভা, লামাকাজী, রামপাশা, খাজাঞ্চী, অলংকারী, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর ইউনিয়নের ৪০০ অসহায় বন্যাদূর্গত পরিবারের মধ্যে নগদ অর্থ-বিতরণ সম্পন্ন করা হয়েছে। ‘ইউনাইটেড ইউকে’র ট্রাস্টিদের অর্থায়নে ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থানায় নগদ এই অর্থ বিতরণ সম্পন্ন করা হয়।

এতে পৃথক পৃথক অনুষ্টানের মধ্যদিয়ে পৌরসভাসহ ৮ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের প্রত্যেকেকে এক হাজার টাকা করে মোট ৪লাখ টাকা বিতরণ করা হয়েছে।

এরআগে গত বুধবার (১০জুলাই) বিকেলে পৌর শহরের সওজের ডাকবাংলোয় পৌরসভা,বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়নের ১২০টি বন্যাদুর্গত পরিবারের মধ্যে এক হাজার টাকা করে মোট ১ লাখ ২০হাজার টাকা বিতরণ করে ‘ইউনাইটেড ইউকে’র নগদ অর্থ-বিতরনী কার্যক্রমের উদ্ভোধন করা হয়।

অনুষ্ঠাপনে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। ‘ইউনাইটেড ইউকে’র সকল ট্রাস্টীদের ভূয়সী প্রশংসা করে বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা আমাদের গর্ব। বন্যাসহ সকল প্রকার দুর্যোগে তারা আমাদের পাশে থাকেন। ‘ইউনাইটেড ইউকে’র ট্রাস্টীদের এই উদ্যোগ বন্যার্তরা আজীবণ মনে রাখবে।

রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর তুষারের সভাপতিত্বে এবং সংগঠক একেএম তুহেমের পরিচালনায় পৃথক পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তলুকদার, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী সেলিম, লুৎফুর রহমান, ইউপি সদস্য শামীম আহমদ, মাষ্টার বাবুল মিয়া, সংগঠক আব্দুর রব।

পৃথক পৃথক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির।

এসময় রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সহসভাপতি নাহিদ আহমদ সুয়েব, শেখ সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক অমিত কুমার পাল, অফিস সম্পাদক জুবায়ের হোসেন, সদস্য রাজুল ইসলাম, সুয়াইব আহমদ, মাহফুজুর রহমান ইমন, আল হাদীসহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/১৬ জুলাই ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code