মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

যুক্তরাজ্য



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৭-১৮ ০১:৩৪:০৪


ইস্ট-লন্ডনে বিশ্বনাথের ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সভার ছবি

ইস্ট লন্ডনে সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রস্ট উকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫জুলাই)  ইস্ট লন্ডনের ব্রিকলেইনস্থ জয়পুর রেস্টুরেন্টে  বার্ষিক এই সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নূরুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।

সভায় উপস্থিত সকল ট্রাস্টিবৃন্দের প্রতি বর্তমান কার্যকরী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আগামীতে ট্রাস্টি বৃদ্ধিসহ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধশালী করতে সকলের সর্বাত্মক সহযোগীতাও কামনা করা হয়।

এসময় সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া সম্পাদিত বার্ষিক রিপোট, ট্রাস্টিদের পরিচিতি এবং কার্যক্রমের ছবিচিত্র সম্বলিত ম্যাগাজিনের আনুষ্ঠানিক প্রকাশনা করে পর্যায়ক্রমে সভাপতির শুভেচ্ছা বক্তব্য, বর্তমান কমিটির বিগতদিনের কার্যক্রমের উপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন উপস্থাপন শেষে উপস্থিত ট্রাস্ট্রিবৃন্দ তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন এবং ট্রাস্ট রেজিষ্ট্রেশন ও ইউকেতে ব্যাংক একাউন্ট চালু করার প্রস্তাব উত্তাপিত হলে সকলে তাতে সম্মতি প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবু শহীদ চৌধুরী, সাবেক সাধারণ-সম্পাদক এমরান খান, সাবেক সভাপতি শামসুদ্দিন তালুকদার শামস, সাবেক কোষাধ্যক্ষ মাহবুব আলী চুনু, সিনিয়র ট্রাস্টি হাজী ওয়ারিছ উদ্দিন, হাজী আব্দুর রউফ, হাজী খলিল উদ্দিন, হাজী নেসার আহমদ, আব্দুন নূর, বর্তমান কার্যকরী কমিটির সহ সভাপতি মনির খান, সহকারী সাধারন সম্পাদক মো. কদর উদ্দিন, কোষাধ্যক্ষ হাজী জাহির আলী, সহ-কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য মো. দৌলত হোসেন, হানিফ আহমদ খান, ফারুক আলী, আবুল হোসেন মামুন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি মো. তৈয়বুর রহমান, আব্দুল রব, সিরাজুল ইসলাম হাজারী, ইউসুফ আলী, সরকুম আলী, শেখ মবস্বীর আলী, তালুকদার আজাদ ইসলাম, তালুদার ফাহাদ ইসলাম, বেলাল আহমদ, হাবিবুর রহমান জানু, শাহ তাজুল ইসলাম, কাওছার আহমদ, হাজী শেখ মজম্মিল আলী, জুবের আলী, আশিক মিয়া, আব্দুল আওয়াল চৌধুরী, মো. নেছার মিয়া, কামরুজ্জামান কামরুল, মোতাহির আলী, আব্দুল মুমিন বাবুল, শাহ সহিদ নূর ইসলাম, মো. সালিক মিয়া, মঈন উদ্দিন আনছার, আব্দুল মান্নান, মো. জামাল উদ্দিন, জুনেদ আহমদ পিয়ার, নতুন ট্রাস্টি আবু তাহের ও শুভানুধ্যায়ী আসকির মিয়া, ইউসুফ আলী এবং মানিক মিয়া।


ডেসিস/জেকে/১৮ জুলাই ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code