বিশ্বনাথ পৌরসভার ৩৭ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা
চলমান দ্বন্দ্বে মেয়র মুহিবুর রহমানের বাসভবন থেকে গত ১৬জুলাই সিলেটের বিশ্বনাথ পৌরসভার অফিস স্থানাস্থরের পর এবার সাত কাউন্সিলররের অনুপস্থিতিতেই পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটও ঘোষণা করা হয়েছে।
এবার পৌরসভার রাজস্ব ও উন্নয়ন খাতে ৩৭ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৬৮৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৫জুলাই) বিকেলে বিশ্বনাথ-খাজাঞ্চী রোডের পৌরসভা অফিসের (পূর্ব-জানাইয়ার ‘আলী হোসেন ভবন’) সভাকক্ষে এই বাজেট ঘোষণার পর সভাপতির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমি বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম দু’দুবার। চেয়ারম্যান থাকা অবস্থায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার জন্যে কলেজ স্থাপন করেছি। তৎকালীন সময়ে যেসকল রাস্তাঘাট করেছিলাম সেগুলোই (নিখোঁজ বিএনপি নেতা ও বিএনপি দলীয় সাবেক সাংসদ) এম ইলিয়াস আলী পাঁকাকরণ করেছেন। কাজেই আমি এবং ইলিয়াস আলীর পর এলাকার উন্নয়নে আর কোন জনপ্রতিনিধির উল্লেখযোগ্য অবদান নেই।
সাত কাউন্সিলরকে বাদ দিয়ে বাজেট ঘোষণা বৈধ কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র মুহিবুর রহমান বলেন, পৌরসভার আইন মতে এতে সরকারি বরাদ্দ কিংবা রাজস্ব আদায়ে কোন প্রভাব পড়বেনা। কারণ আমি চুরিচামারি করিনা, ঘুষও খাইনা। ওই সাত কাউন্সিলর অনিয়ম-দূর্নীতি এবং নোংরা রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে আমাকে বেআইনিভাবে বহিষ্কার করা হয়। পরে হাইকোর্টে গিয়ে ন্যায় বিচার পাই এবং স্বপদে বহাল হই।
গত এক বছর ধরে সরকারি বরাদ্দ ‘টিআর’ বন্ধ কওে দিয়েছে ক্ষমতাসীনরা। বিনা ভাড়ায় আমার বাসায় পৌর অফিস পরিচালনা করেছিলাম। তাতেও এরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। পরবর্তিতে গেল কিছুদিন আগে পৌরসভার অফিস স্থানান্তর করা হয়। কাজেই সত্যের জয় হবেই হবে।
বাজেট অধিবেশনে সাবেক প্যানেল মেয়র রফিক হাসানসহ তার পক্ষের সাত কাউন্সিলর অনুপস্থিত থাকলেও বর্তমান প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্ছু, বারাম উদ্দিন উপস্থিত ছিলেন।
এসময় পৌর নির্বাহী অফিসার মো. বদরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার তালুকদার, পৌরসভার কর নির্ধারক সাজেদুল হক, লাইসেন্স পরিদর্শক মোতালেব হোসেন, পৌরসভার উদ্যোক্তা সুরমান আলী সুমন, মুরব্বী ওয়ারিছ খান, ইংরেজ আলী, মঞ্জুর আলী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আব্দুল মতিন, রফিক আলীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/২৫জুলাই ২০২৪ইং