সিলেটে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
কোটা সংস্কার আন্দোলন
সিলেটে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) বেলা একটায় নগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বুধবার (৩১জুলাই) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে সকাল ১১ টারদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে জড়ো হন আন্দোলনকারীরা।
এর আধঘন্টা পর তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপর তারা ‘ভুয়া’ ‘ভুয়া’ মিছিল নিয়ে কোর্ট পয়েন্টের দিকে রওয়ানা দেন। এসময় সুবিদ বাজারে মিছিলটি আসার পর তাদেরকে আবারও বাধা দেয় পুলিশ। ঠিক তখন মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
এসময় আন্দোলনকারীরাও ইট পাটকেল নিক্ষেপ করাতে সিলেট প্রেসক্লা কার্যালয়ের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এর একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ডেসিস/জেকে/৩১ জুলাই ২০২৪ইং