বিশ্বনাথে দুর্গাপূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : ইউএনও সুনন্দা রায়
সিলেটের বিশ্বনাথে এবার ২৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন এই দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দারভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনিক মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবে সকলকে সহযোগীতার আহবান জানিয়ে বক্তব্যকালে ইউএনও বলেন, দুর্গাপূজাকে সফল করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাশাপাশি সকল মন্ডপই সিসি ক্যামেরার আওতাভূক্ত রাখা হবে। যেকোন অপ্রিতীকর ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলাদা কন্ট্রোল রুম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ডপের আশে পাশে ফেসবুক লাইভ সম্প্রচার না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুস্কৃতিকারীরা কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে এবং ফেসবুক লাইভে গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনতি ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।
প্রস্তূতি সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মো. রুবেল মিয়া, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আমির হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান,
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, পল্লী বিদুৎ জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ শিকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শঙ্কু, উপজেলা পুজা-উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভূ, যুগ্ম-সম্পাদক কাজল মালাকার ও দপ্তর সম্পাদক বিজয় চন্দ্র দে।
ডেসিস/জেকে/০২ অক্টোবর ২০২৪ইং