‘রামপাশা ইউনিয়ন সতিমিতি ইউকে’র শীতবস্ত্র পেলেন ১৩০০ শিক্ষার্থী

বিশ্বনাথের ‘রামপাশা ইউনিয়ন সমিতি ইউকে’র পক্ষ থেকে রামপাশা ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি কওমী মাদ্রাসার এক হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র (জেকেট) বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ‘রামপাশা ইউনিয়ন সমিতি ইউকে’র ট্রাস্টীদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে রামপাশা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ও কওমী মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের মধ্যে শীতের জেকেট বিতরণ করা হয়।
নরশিমপুরস্থ ‘বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে’ শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘রামপাশা ইউনিয়ন সমিতি ইউকে’র ট্রাস্টীরা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। কারণ কনকনে এই শীতে ওই জেকেটগুলো প্রতিবন্ধী শিক্ষার্থীরাসহ সকল শিক্ষার্থীদের কাজে লাগবে এবং তারা তাদের পড়ালেখা চালিয়ে যেতে সক্ষম হবে।
‘বিশ্বনাথ এইট ইউকে’ বাংলাদেশ কমিটির সভাপতি মাস্টার ইমাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
‘বিশ্বনাথ এইট ইউকে’ বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও ‘বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে’র প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম নাহিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত ওমরফারুক একাডেমীর সাবেক প্রিন্সিপাল এইচএম আখতার ফারুক, ‘বিশ্বনাথ এইট ইউকে’ বাংলাদেশ কমিটির কোষাধ্যক্ষ আজমল খান ও গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা বেগম।
অনুষ্ঠানে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী প্রফেসর ফরিদ আহমদ, ইলামেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাকারিয়া, নরশিমপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপ্তী চক্রবর্তি, ‘বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে’র সহকারী শিক্ষক শাহানা বেগম, মনোয়ারা বেগমসহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/১০ জানুয়ারি ২০২৫ইং