বর্ণিল আয়োজনে সিলেটে জাতির পিতার জন্মদিন পালিত

বর্ণিল আয়োজনে সিলেটসহ বিভাগের প্রতিটি উপজেলায় পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী।
দিবসটি উপলক্ষে (বৃহস্পতিবার ১৭ মার্চ) সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুরম্যুরালে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পুস্পার্ঘ্য অর্পণের পর পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
পরে জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়।
সিলেটে সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতারা।
এভাবে সিলেটের বিশ^নাথ, ওসমানীনগর, বিয়ানী বাজার, দক্ষিণ সুরমাসহ সবক’টি উপজেলায় প্রশাসনের উদ্যোগে জাতির পিতার জন্মদিন পালন করা হয়।
ডেসিস/জকে/১৭ মার্চ ২০২২ইং