রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৫-০২-১৩ ০৭:৫৮:২২


সিলেটে ছাত্রজনতার উপর গুলি, জন্নাথপুরের জাহির কারাগারে

ছবি জাহির আলী

সিলেটের বন্দরবাজারে বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলার মামলায় মো জাহির আলী (৩৬) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি সিলেট থেকে র‌্যাব-৯ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর ওইদিন রাতে সিলেট কোতোয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়। পরদিন ১২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠান কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই জুনেদ আহমদ।

গ্রেপ্তার হওয়া জাহির আলী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে ও পাঠলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

২০২৪ইং সনের ২৫ অক্টোবর দুপুর ২টায় বন্দরবাজারে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর হামলার ঘটনায় ওইদিন রাতে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানসহ দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে মামলা করেন হামলার শিকার হওয়া সিলেটের মো. জয়নাল আবেদিন রাহেল (৩০)। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর জাহির আলীকেও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিলেট এসএমপি কোতায়ালী মডেল থানায় দায়েরকৃত মামলা নং ৩২, তারিখ ২৫ অক্টোবর ২০২৪ইং, মামলার জিআর নং ৪৭১।  এই মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।

এামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাগেছে, ২০২৪ইং সনের বিগত ১৯ জুলাই শুক্রবার বাদ জুম্মা সিলেট শহরের মধুবন মার্কেটের সম্মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতা হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বন্দরবাজারস্থ কালেক্ট্ররেট জামে মসজিদের সামন হইতে প্রতিবাদ মিছিলের প্রস্থূতি নেয়।

এসময় মধুবন মার্কেটে পুলিশের ছত্রছায়ায় থাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রজনতাকে উদ্দেশ্য করে অশ্লিল শ্লোগান দিতে থাকে।

এসময় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ মিছিল শুরু করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও মহিলালীগ নেত্রী নাছিমা আক্তার রুমীর নির্দেশে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রজনতাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে গুলি করে।

এসময় গুলির পাশাপাশি বাদী জয়নাল আবেদিন রাহেলকে রামদা ও জিআই পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি সন্ত্রাসী হামলা করা হয়। এতে জয়নাল আবেদিন রাহেল ও তার সঙ্গীরা গুরুতর আহত হলে মুমুর্ষ অবস্থায় আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার মামলায় পলাতক থাকা আসামি জাহির আলীকে গ্রেপ্তারের সত্যতা জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই জুনেদ আহমদ।

তিনি এপ্রতিবেদককে জানান বৈষম্যবিরুধী ছাত্রজনতার উপর হমলার মামলায় র‌্যাব-৯ এর একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।


ডেসিস/জেকে/১৩ ফেব্রুয়ারি ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code