আ’লীগের রাজনীতি থেকে চির বিদায় নিলেন বিশ্বনাথের নুরুল হক

পদত্যাগের পর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে চির বিদায় নিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল হক মেম্বার। তিনি পৌর শহরের পার্শ্ববর্তি জানাইয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ও সাবেক মেম্বার।
শনিবার (০৩ মে) রাতে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে তিনি অব্যাহতির ঘোষণা দেন।
এর আগে ওইদিন দুুপুরে তিনি বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ফারুক আহমদের নিকট পদত্যাগপত্রও জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল হক বলেন, তিনি ১৯৯৫ইং সন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে নিযুক্ত ছিলেন। তবে, পারিবারিক নানা সমস্যার কারণে দলীয় পদ-পদবী থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। কেবল পদ-পদবী থেকে নয়, আওয়ামী লীগের রাজনীতি থেকেও চির বিদায় নিয়েছেন তিনি।
দলীয় কার্যক্রমের জন্য তার সঙ্গে যোগাযোগ না করতে অনুরোধও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ ছাড়াও অন্য কোন দলের সম্পৃক্ত হয়ে রাজনীতি করবেন না বলেও জানিয়েছেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক পারিবারিক সমস্যা উল্লেখ করে শনিবার (০৩ মে) দুপুরে তার নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
ডেসিস/জেকে/৪মে ২০২৫ইং