বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৫-০১-২৩ ০৫:৪৮:২২


সীমান্তে সাড়ে ৪৭লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

বিজিবির জ্বকৃত চোরাই পণ্য

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের কয়েকটি এলাকা থেকে প্রায় ৪৭ লাখ ৭০ হাজার ৭০০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানকালে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোররাতে এসব পণ্য জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তি বাংলাবাজার, লাফার্জ, পাথর কোযারি, বিছনাকান্দি, সোনারহাট, কালাইরাগ,সংগ্রাম ও শ্রীপুর বিওপি’র জোয়ানরা এই অভিযান পরিচালনা করেন।

এসময় বিপুল পরিমাণ ভরতীয় চিনি, গরু, সাবান, চকলেট ও মাদকদ্রব্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাই পশু ও মালামালের মূল্য প্রায় ৪৭ লাখ ৭০ হাজার ৭০০টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত রখা হবে।


ডেসিস/জেকে/২৩ জানুয়ারি ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code