চোখের আলো ফিরে পেলেন বিশ্বনাথের ৭৮জন অসহায় রোগী
‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রস্টিদের সহায়তা

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুরে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টিদের সহায়তায় চোখের আলো ফিরে পেলেন উপজেলার ৭৮জন অসহায় ও হতদরিদ্র চক্ষু রোগী। ট্রাস্টের ৫ম ও ৬ষ্ঠ আই-ক্যাম্পের মাধ্যমে উপজেলার ওই ৭৮জন অসহায় চক্ষুরোগী চোখের আলো ফিরে পেয়েছেন।
ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা তাদের চোখের ছানি অপারেশন করেন। দুই আই-ক্যাম্পে ছানি অপারেশনের ৭৮জন ছাড়াও চক্ষু চিকিৎসা সেবা নেন উপজেলার প্রায় ১২০০জন হতদরিদ্র চক্ষু রোগী। তাদের মধ্যে ৪০০জনকে চশা, ৬৭০জনকে ওষুধ এবং বাকি ৫২জনকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। দুই আইক্যাম্পে রোগীসহ চিকিৎসকদের দুপুরের খাবারও প্রদান করা হয়।
জানাগেছে, ২০১০ সালে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’ নামে একটি ট্রাস্ট গঠন করেন যুক্তরাজ্যে বসবসারত দৌলতপুর ইউনিয়নের বাসিন্দারা। এরপর থেকে শিক্ষা ও চিকিৎসাসহ আর্থ-মানবতার কল্যাণে অবদান রাখছেন ওই ট্রাস্টের ট্রাস্টিরা।
এরই ধারাবাহিকতায় গত ১৭ মে দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫ম এবং গত ২০ মে চাউলধনী স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ আই-ক্যাম্প অনুষ্ঠিত হয়।
৫ম আইক্যাম্পে উপজেলার প্রায় ৬শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। তাদের মধ্য থেকে ৪৫জনকে চোখের ছানি অপারেশন, ২১০জনকে চশমা, ৩২০জনকে ওষুধ এবং আরও ২৫জনকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
আর ৬ষ্ঠ আইক্যাম্পে উপজেলার প্রায় ৬০০জন অসহায় ও হতদরিদ্র রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। তাদের মধ্য থেকে ৩৩জনকে চোখের ছানি অপারেশন, ১৯০জনকে চশমা ৩৫০জনকে ওষুধ এবং বাকি ২৭জনকে ব্যবস্থাপত্র দেওয়া হয়।
৫ম আইক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শামসুল ইসলাম এবং ৬ষ্ঠ আইক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আনহার আলী, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান ও ইউপি সদস্য শফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য, ট্রাস্টের সহকারী ট্রেজারার যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হামিদ খান সুমেদ, ট্রাস্টের ইসি মেম্বার যুক্তরাজ্য প্রবাসী হানিফ আহমদ খান, ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী শেখ কদর আলী ও সমাজসেবক আব্দুল মুমিন কালু।
পৃথক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াসে, সদস্য ও আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান এবং ভার্ডের পক্ষে বক্তব্য রাখেন রেজাউল করিম রেজা। এসময় ট্রাস্টের আরও ট্রাস্টিরাও উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/২০ মে ২০২৫ইং