সিলেট বিভাগে দুই দিনের অভিযানে গ্রেপ্তার ১৪

সিলেট বিভাগে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের অভিযানে ১৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে অসামাজিক কাজের জন্য ৬ জন, শিশু অপহরণের দায়ে ৩জন, ছিনতাইকারী ৩জন, ইয়াবাসহ একজন এবং হত্যা মামলার আরও একজন রয়েছেন।
একাধিক সূত্রে জানাগেছে, সিলেট নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচ নারীর সাথে এক যুবককে আটক করা হয়েছে। আটক পাঁচজনই অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। এরা হলো, শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিায়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩) ও জাহানারা বেগম (৪০)। এঘটনার সত্যতা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
হবিগঞ্জে নাহিদুল ইসলাম শিপন (৮) নামে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে ৩ভাইকে আটক করে থানায় দিয়েছে সেনাবাহিনী। রোববার (১৬ মার্চ) বিকেলে ওই শিশুর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় এ ঘটনায় ৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বানিয়াচংয়ের উত্তরসাঙর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে লাদেন মিয়া (২৪), শাহ আলম (২২) ও শাহনুর মিয়াকে (২০) আটক করা হয়।
এদিকে সিলেট নগরীর বন্দরবাজার থেকে ২ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ছোরা ও ১০২ পিস ইয়াবা। রোববার দুপুর দেড়টার দিকে বন্দরবাজার জেলখানার পুরাতন ডরমেটরি বিল্ডিংয়ের বাউন্ডারির ভেতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরা হলো, জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে শুয়েব আহমদ (২৯) ও মেজরটিলা ইসলামপুরের তোতা মিয়ার ছেলে রুবেল আহমদ (২৭)।
অন্যদিকে দক্ষিণ সুরমা থানা থেকে সফিক (৩৫) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার ভোরে দক্ষিণ সুরমা থানাধীন শাহ সিকান্দার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সফিক দক্ষিন সুরমা থানার তেলিবাজার এলাকার আব্দুর নূরের ছেলে। তার বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
অপরদিকে, ১৮০ পিস ইয়াবাসহ জুয়েল মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। শনিবার গভীর রাতে শুকুরনগর জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সে পৌরসভার ঘাগটিয়া গ্রামের মৃত আদরিছ মিয়ার ছেলে।
এছাড়া, হবিগঞ্জে তাজুল হত্যা মামলার আসামি মারুফ মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে হবিগঞ্জের বাহুবল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে হবিগঞ্জের বাহুবল থানার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ডেসিস/জেকে/২৭ মার্চ ২০২৫ইং