বিশ্বনাথের হাবড়ায় ব্যারিষ্টার জামানের নগদ অর্থ বিতরণ সম্পন্ন

সিলেটের বিশ্বনাথের হাবড়া বাঘবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী জাহির আলীর উদ্যোগে ও তার বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার জামান আলীর পক্ষ হাবড়া এলাকার অসহায় ১০০ পরিবারের মধ্যে ২হাজার করে নগদ ২লাখ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) দুপুরে হাবড়া বাঘ-বাড়িতে আনুষ্ঠানিকভাবে নগদ এই অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান।
বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী জাহির আলী প্রতি রমজান মাসে এলাকার অসহায় মানুষদের মধ্যে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে থাকেন। এবারও তিনি তার সুযোগ্য ছেলে ব্যারিষ্টার জামান আলীর পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মানুষদের মধ্যে নগদ ২লাখ টাকা বিতরণ করেছেন। এটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ।
হাবড়া বায়তুল মামু’র জামে মসজিদের মোতাওয়াল্লী মো. জহির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক আরকান আলী রাজা।
আলোচনা সভা শেষে প্রবাসীসহ সকলের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পচিালনা করেন হাবড়া বায়তুল মামু’র জামে মসজিদের ইমাম ও খতিব মো. আব্দুস সুবহান।
সভায় প্রবীণ ব্যক্তিত্ব জাহিদ আলী, মসজিদের মুয়াজ্জিান এনামুল ইসলামসহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/১২মার্চ ২০২৫ ইং