রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

মধ্যপ্রাচ্য



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৩-২৯ ০৯:৫৮:১৮


রোববার সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

ছবি সংগৃহীত

আগামি কাল রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে কাল রোববার (৩০ মার্চ ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে শনিবার (২৯ মার্চ) এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানেও আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার দেশটিতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে।

এদিকে ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।

এছাড়া মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে আগামী ৩১ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। আগামীকাল রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি। তথ্য সূত্র- দৈনিক সমকাল


ডেসিস/জেকে/২৯মার্চ ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code