প্রবাসী সহযোগীতায় বিশ্বনাথের শিমুলতলার ‘মোরাজার টু মদিনাতুল উলুম মাদ্রাসা’ সড়ক সংস্কার কাজ শুরু

সিলেটের বিশ্বনাথের শিমুলতলা, তেঘরী ও টুকেরকান্দি গ্রামের প্রবাসীদের অর্থায়নে ‘মোরাজার থেকে মদিনাতুল উলুম মাদ্রাসা’ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮লাখ টাকা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় মোরাজার হতে মদিনাতুল উলুম মাদ্রাসা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
এসময় কোদাল দিয়ে নিজ হাতে সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্ঠা, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোটভাই এম আছকির আলী।
সড়ক সংস্কারের উদ্বোধন উপলক্ষে মোরাবাজর ও বাজার সংলগ্ন শিমুলতলা গ্রামের হাজী মখরম আলীর বাড়িতে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যকালে এম আছকির আলী বলেন, নিখোঁজ হওয়ার আগে ২০০৬সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলী এই সড়ক সংস্কার করেন। এরপর হিংসাত্ত্বকভাবে ইলিয়াস আলীর এলাকা হিসেবে এই সড়কটি আর সংস্কার করেননি ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের কোন এমপি। এবার এলাকার প্রবাসীরা মিলে এই সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যা সত্যি প্রশংসনীয়।
প্রবীণ মুরব্বি হাজী রইছ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সুফিয়ানের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গউছ আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান, আব্দুল বারি, বিশ^নাথ পৌর বিএনপির সহসভাপতি এমএ হক, অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মছব্বির, পৌর বিএনপির সদস্য ফয়জুল খান, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সাবেক মেম্বার হাজী আব্দুল মান্নান, সমাজসেবক আব্দুল হক, আব্দুল মতলিব, ব্যবসায়ী আব্দুল মানিক, বজলু মিয়া, দুলু মিয়া, সাজুল মিয়া, প্রর্তুগাল প্রবাসী সুমন মিয়া। সভায় শিমুলতলা, তেঘরী ও টুকেরকান্দি গ্রামের সর্বস্থরের জনসাধারণও উপস্থিত ছিলেন।
ডিসিস/জেকে/১৭ জানুয়ারি ২০২৫েইং