বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৫-০১-২৪ ০৮:৪৮:১২


সিংগেরকাছ নোয়াগাঁওয়ে কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন

দোয়া পরিচালনা করছেন মাওলানা নুর উদ্দিন

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। প্রায় এক কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করেছেন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সাইদুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়া।

মসজিদ নির্মাণে ১২শতক ভূমি দান করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়া, আর অর্থ দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান।

শুক্রবার (২৪ জানুয়ারি) পবিত্র জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে নতুন এই মসজিদের উদ্বোধন করা হয়েছে। জুম্মার নামাজের আগে বয়ান এবং খুতবা পেশ করেন বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।

জুম্মার নামাজের পরে মসজিদ প্রাঙ্গণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোটভাই এম. আসকির আলী।

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুন নুরের সভাপতিত্বে ও সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশিষ্ট রাজনীতিবীদ বশির আহমদ, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল ওয়াছে।

এসময় বক্তব্য রাখেন মসজিদ নির্মাণের অর্থদাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সাইদুর রহমান, মসজিদের ভূমিদাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবুল মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান।

আলোচনা সভা শেষে মহফিলে দোয়া পরিচালনা করেন সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী নুর উদ্দিন।

এসময় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া, দেওকলস ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আর মসজিদ নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন গ্রামের যুবক শাহিন মিয়া, জয়নাল মিয়া, আব্দুর রশিদ ও কুদ্দুছ আলী।


ডেসিস/জেকে/২৪ জানুয়ারি ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code