রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৪-০১ ০৮:৩১:৩৮


সিলেটে ৬তলা থেকে লাফ দিয়ে প্রাণ হারালেন গৃহবধূ

ছবি সংগৃহীত

সিলেটে সাবিহা সুলতানা (৩৭) নামের এক গৃহবধূ ৬তলা থেকে লাফ দিয়ে প্রাণ হারিযেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে নগরীর আম্বরখানা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে।

দীর্ঘদিন ধরে তিনি আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮ নং বাসার ৬ তলায় একটি ফ্ল্যাটে বসবাস করতেন। নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরি করেন। তাদের ১০ বছরের এক সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে সবার অগোচরে সাবিহা সুলতানা ৬তলা থকে লাফ দেন। এসময় তার মৃতদেহটি গিয়ে পার্শ্ববর্তী ৩ তলা বাসার দ্বিতীয় তলার কার্নিশে গিয়ে আটকে। পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ডেসিস/জেকে/১ এপ্রিল ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code