রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০২-১৮ ০৬:৪৪:১৪


বিশ্বনাথে দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী পালন

কেক কাটছেন অতিথিরা

সিলেটের বিশ্বনাথে দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে রজতজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যমুনা গ্রুপের নির্ভীক প্রতিষ্ঠান দৈনিক যুগান্তর পত্রিকাটি দীর্ঘ ২৫বছর ধরে সত্য প্রকাশে ভুমিকা রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘যমুনা টেলিভিশন’ ও দৈনিক যুগান্তর যে সাহসী ভুমিকা পালন করেছে, এতে তারা প্রমান করেছে আসলেই সত্যের সন্ধানে নির্ভীক। আর সত্য প্রকাশের কারণে যুগান্তর পত্রিকাটি আজ গণমানুষের পত্রিকায় রুপান্তরিত হয়েছে।

দৈনিক যুগান্তরের বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীর সভাপতিত্বে ও জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেলের পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, বিশ্বনাথ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, বিশ^নাথ থানার ওসি এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও ক্রিড়ানুরাগী মুমিন খান মুন্না, উপজেলা পূজা উদযাপনের সভাপতি সুনিল কান্তি দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালি চক্রবর্তি, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী ওয়াদুদ আহমদ রাসেল, বিএনপি নেতা কয়েছ শিকদার।

সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, তজম্মুল আলী রাজু, প্রনঞ্জয় বৈদ্য অপু, সালেহ আহমদ সাকি, মোহাম্মদ আলী শিপন, কামালা মুন্না, রোহেল উদ্দিন, আব্বাছ হোসেন ইমরান, মশিউর রহমান, আক্তার আহমদ শাহেদ, আব্দুছ সালাম ও আব্দুছ সালাম মুন্না।


ডেসিস/জেকে/১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code