রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৫-০৩-০৯ ০১:১৯:৩৭


বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে’র শিক্ষার্থীদের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

খাদ্যসামগ্রী বিতরণ করছেন অতিথিরা

‘বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে’র বিশেষ চাহিদাসম্পন্ন ৩৫জন শিক্ষার্থীকে পবিত্র রমজান উপলক্ষে বিশ্বনাথ এইট ইউকে সেন্ট্রাল কমিটির সদস্যদের পক্ষ থেকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৯) মার্চ পৌরসভার নরশিমপুরস্থ ‘বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলে’ আনুষ্ঠানিকভাবে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইট ইউকে সেন্ট্রাল কমিটির সহসভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ।

‘বিশ্বনাথ এইট ইউকে’ বাংলাদেশ কমিটির সভাপতি মাস্টার ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘বিশ্বনাথ এইট ইউকে’ বাংলাদেশ কমিটির কোষাধ্যক্ষ মো. আজমল খান ও দ্বারুল উম্মাহ আইডয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মো. গিয়াস উদ্দিন সাদী।

অনুষ্ঠানে বক্তারা বিশ্বনাথ এইট ইউকে সেন্ট্রাল কমিটির সদস্য, খাদ্যসামগ্রী প্রদানের দাতা যুক্তরাজ্য প্রবাসী মুনির খান, গুলজার খান, হাবিবুর রহমান, মোহাব্বত শেখ, আফতাব আহমদ, হাবিবুর রহমান শিকদার, মাহদি খান ও মনির আলীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে  বিশ্বনাথ এইট ইউকে বাংলাদেশ কমিটির সদস্য নুরুননাহার ইয়াসমিন, বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম নাহিদ, সহকারী শিক্ষক সাহাব উদ্দিন নাজেল, শাহানা বেগম ও মনোয়ারা বেগমসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/০৯মার্চ ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code