মোহাব্বত শেখের ঈদুল আজহার শুভেচ্ছা

বিশ্বনাথবাসীসহ দেশি-বিদেশী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ‘ডেইলি সিলেট সংবাদ ডট কম’র প্রকাশক, ‘বিশ্বনাথের ডাক টুয়েন্টিফোর ডট কম’র সম্পাদক মন্ডলীর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমসাজসেবক সিলেটের বিশ্বনাথ উপজেলার দশপাইকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোহাব্বত শেখ।
পবিত্র হজ্ব পালনে সৌদী আরব অবস্থান করছেন জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় মোহাব্বত শেখ বলেন, ত্যাগই হচ্ছে পবিত্র ঈদুল আযহার মাহাত্ম্য।
তিনি বলেন, পশু কোরবানি মূলত প্রতীকী। প্রকৃত অর্থে অন্তরের পশুত্বকে কোরবানি দিতে পারাই হচ্ছে ঈদুল আজহার শিক্ষা। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবণ। ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি। অনাবিল আনন্দে ভরে উঠুক সাবর জীবন। সবাইকে ঈদ মোবারক।
ডেসিস/জেকে/৬ জুন ২০২৪ইং