রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৫-০৪-০৮ ০৮:৩২:০৯


গ্রাবজেন্ড শাহজালাল মসজিদ ইউকে ও জাহির আলীর নগদ অর্থ সহায়তা পেলেন বিশ্বনাথের ২০০ পরিবার

মুনাজাত করছেন অতিথিরা।

যুক্তরাজ্যের গ্রাবজেন্ড শহাজলালা মসজিদ ইউকে এবং মসজিদের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক বিশ্বনাথের হাবড়া বাঘবাড়ির বাসিন্দা হাজী জাহির আলীর পক্ষ থেকে বিশ্বনাথের সত্তিশ ও সত্তিশ নোঁয়াগাঁও গ্রামের দুইশত অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ ২লাখ টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে পুরাতন হাবড়া বাজারের সত্তিশ উত্তরপাড় মক্তব মাঠে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক পরিবারকে এক হাজার করে নগদ দুই লাখ টাকা বিতরণ করা হয়েছে।

 নগদ অর্থ বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান পিপিএম।

বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ উপজেলার আর্ত-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন যুক্তরাজ্যের গ্রাবজেন্ড শহাজলালা মসজিদ ইউকে এবং মসজিদের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক বিশ্বনাথের হাবড়া বাঘবাড়ির বাসিন্দা হাজী জাহির আলী। প্রতিবারের ন্যায় এবারও হাবড়া এলাকার বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র জনগোষ্টির মধ্যে নগদ অর্থ সহায়তা দিয়েছেন যা অত্যন্ত প্রশংসনীয়।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে ও সংগঠক রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান, নজরুল ইসলাম আজাদ, শফিক আহমদ পিয়ার ও শিক্ষানুরাগী হাফিজ নুরুল আমিন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক আরকান আলী রাজা।

অনুষ্ঠানে হাবড়া বায়তুল মামুর জামে মসজিদের মোতাওয়াল্লী মো. জহির আলী, সমাজসেবক জাহিদ আলীসহ এলাকার আরও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/৮এপ্রিল ২০২৫ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code