বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০১-২১ ০৫:২৮:১৮


সিলেটে পৃথক স্থান থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার, দুই অটোরিকশা জব্দ

প্রতিকী ছবি

সিলেট শহরে পৃথক অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ২টি সিএনজি অটোরিকশা।

সোমবার (২০ জানুয়ারি) রাতে নগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, গত সোমবার রাতে সিলেটের মিরাবাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করে একটি চক্র। এসময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শাহপরাণ থানার বালুচর এলাকার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ এবং জালালাবাদ থানার টুকের বাজার ভাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার আহমদ। এসময় তাদের কাছ থেকে সিলেট-থ-১২-৩৮৪ নাম্বারের একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

এদিকে, একই রাতে নগরীর পাঠানটুলা এলাকায় ছিনতাই করতে গিয়ে আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হচ্ছে, মোগলাবাজার থানার পশ্চিমপাড়ার হাসামপুর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান এবং নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডের মৃত আজমল হোসেনের ছেলে আজহার। এসময় ছিনতাইকাজে তাদের ব্যবহৃত সিলেট-থ-১২-৩৪৫৪ নাম্বারের সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।


ডেসিস/জেকে/২১ জানুয়ারি ২০২৪ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code