বিশ্বনাথে রহুম হাজী মছলন্দর আলীর বাড়িতে রমজানের খাদ্যসামগ্রী ও গরুর মাংস বিতরণ

বিশ্বনাথের দশঘর ইউনিয়নের বরুণী পশ্চিমপাড়ার বিশিষ্ট শিল্পপতি মরহুম হাজী মছলন্দর আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী ফখর উদ্দিন, কফিল উদ্দিন ও মুসলেহ উদ্দিনের অর্থায়নে বরুণী গ্রামের হতদরিদ্র ২০০ পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী ও প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গরু জবাই করে মাংস বিতরণ করা হয়েছে।
সম্প্রতি বরুণী পশ্চিমপাড়ার মরহুম হাজী মছলন্দর আলীর বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে গরুর মাংস ও রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান পিপিএম।
বক্তব্যে তিনি বলেন, মরহুম হাজী মছলন্দর আলীর উত্তরসুরীরা বরুনী গ্রামের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ন অবদান রেখে যাচ্ছেন। তারা রমজানের খাদ্যসামগ্রী ও ইফতার সামগ্রীর সাথে লাখ টাকার একটি গরু জবাই করে গরুর মাংসও বিতরণ করেছেন। এজন্য যুক্তরাজ্য প্রবাসী ফখর উদ্দিন, কফিল উদ্দিন, মুসলেহ উদ্দিন ও তাদের ভাতিজা তরুণ সামজসেবক কয়েছ আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
বিশিষ্ট মুরব্বী মো. জিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী ও মাংস বিতরনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান ও মাওলানা মুফতি রশিদ আহমদ দশঘরী।
এসময় আজীবণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন মরহুম হাজী মছলন্দর আলীর মেঝো ছেলে যুক্তরাজ্য প্রবাসী কফিল উদ্দিন।
অনুষ্ঠানে প্রবীণ মুরব্বী নুরুল হক কালাশাহ, সাদিকুর রহমান, জাহিদুর রহমান ও ছুফান মিয়াসহ এলাকার আরও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/০৭মার্চ ২০২৫ইং