সিলেটে বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা কালাম কারাগারে

২০২৪ সালের গত ৪ আগষ্ট সিলেট তামাবিল হাইওয়ে সড়কের সোবহানীঘাট বাস স্ট্যান্ড এলাকায় হাতবোমা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণের মামলায় আবুল কালাম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারের পর মঙ্গলবার ( ০৭ জানুয়ারি) বিকেলে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তার করা হয়। এরপর কোতোয়ালী মডেল থানার ৩৭নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়।
গ্রেপ্তার আবুল কালাম সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মীরের গাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, ২০২৪ সালের ৪ আগষ্ট সিলেট তামাবিল হাইওয়ে সড়কের সোবহানীঘাট বাস স্ট্যান্ড এলাকায় ছাত্রজনতার উপর হাতবোমা, ককটেল বিস্ফোরণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় আন্দোলনে অংশ নেওয়া সিলেট নগরীর লামাপাড়ার মঈনুদ্দিনের ছেলে রাশেদুজ্জামান রাসেলের বুকে গুলিও করেন তারা।
এঘটনায় ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৯৯জনকে আসামি করে মামলা দায়ের করেন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া রাশেদুজ্জামান রাসেল। ওই মমালায় ৯৮নং আসামি আবুল কালামকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের পর বিকেলে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেন র্যাব-৯ এর সদস্যরা। এরপর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এবিষয়ে সত্যতা জানিয়েছেন সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক। তিনি এ-প্রতিবেদককে বলেন, সিলেট তামাবিল হাইওয়ে সড়কের সোবহানীঘাট বাস স্ট্যান্ড এলাকায় হাতবোমা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণের মামলায় আবুল কালামাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেসিস/জেকে/০৭ জানুয়ারি ২০২৫ইং