আশীষ বাউরীকে হত্যা করেন বড়ভাই নানকা বাউরী!

হবিগঞ্জের চুনারুঘাটে লালচান চা বাগানের আশীষ বাউররীকে (৩২) হত্যার দায় স্বীকার করেছেন তার বড়ভাই নানকা বাউরী (৫০)। শনিবার (১৯মার্চ) হত্যার দায় স্বীকার করে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফখরুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন নানকা বাউরী।
এর আগে ওইদিন ভোররাতে আমীষ বাউরী হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার আমতলী চা বাগন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অপর তিনজনের মধ্যে রয়েছেন নিহতের ভাবী নানকার স্ত্রী সবিতা বাউরী (৪৫), মেয়ে রামকৃষ্ণ বাউরী (২৩) ও কৃষ্ণা বাউরী (১৫)।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, ঘটনার আগের দিন সকালে নানকা বাউরীর মেয়ে কৃষ্ণা বাউরীকে ধর্ষণের চেষ্টা করে আপন চাচা (নিহত) আশীষ বাউরী। বিষয়টি কৃষ্ণা তার বাবাকে জানালে নানকা বাউরী ক্ষিপ্ত হয়ে ঘরে ডেকে এনে দারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গলা কেটে ভাইকে হত্যা করেন আশীষ বাউরীকে।
এসকল বিসয়ের বর্ণনা দিয়ে আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন নানাকা বাউরী। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ৫ অক্টোবর চুনারুঘাট উপজলোর লালচান চা বাগানের দেবেন্দ্র বাউরীর বড় ছেলে নানকা বাউরীর তালাবদ্ধ ঘরে মরদেহের গন্ধ ভেসে আসে। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে আশীষ বাউরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতর মেজ ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডেসিস/জকে/ ২০ মার্চ ২০২২ইং