বিশ্বনাথে ডাকাতির প্রস্তূতিকালে সরঞ্জামসহ ২ ডাকাত গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম, দেশিয় অস্ত্র ও ১টি হাইয়েস গাড়িসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল ভোররাতে উপজেলার কালিগঞ্জ বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকুৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আবুল খায়ের (৪১) ও একই জেলার ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে আকিল আলী (৩৩)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লোহার তৈরী ৪৪ ইঞ্চি ও ৩৩ ইঞ্চি লম্বা দুটি কিরিছ, তালা ভাঙ্গার ৩৪ ইঞ্চি লম্বা ১টি লোহার কাটার, ১ টি ষ্টিলের তৈরী কাটার, লোহার তৈরী ২টি রেঞ্চ, ১টি কাটার ব্লেড ও ১টি লোহার সাবল উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের দু’জনের ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি (চট্র মেট্রো-চ ১১-২৮৬৪) জব্দ করা হয়। এঘটনায় বিশ্বনাথ থানার এএসআই নাছির উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তার হওয়া দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মামলা নং ১৮)। বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, বিশ^নাথের কালিগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তূতিকালে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেসিস/জেকে/৩১ মার্চ ২০২২ইং