বিশ্বনাথে ২৫ গ্রামের সুবিধাবঞ্চিতদের খাদ্যসহায়তাা দিয়েছে ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২৫টি গ্রামের ১৪৪টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
‘স্মৃতির ক্যানভাসে এসএসসি ৯৪ ব্যাচ’ রামসুন্দর সরকারি অগ্রগামি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সিলেটের বিশ^নাথ পৌর শহরের বাসিন্দা কিডনী রোগাক্রান্ত কৃতি ফুটবলার মো. শরিফের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি নিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের এ খাদ্য বিতরণ কাযক্রম সমাপ্তি করা হয়। এর আগে গত ১৬ এপ্রিল শনিবার থেকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ২লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ২ পেকেট লাচ্ছা সেমাই।
ডেসিস/জেকে/১৯ এপ্রিল ২০২২ইং