সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-০৮ ০৮:২৭:১৪


সয়াবিন তেল কারসাজি, সিলেটে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়, দোকানে থাকা স্বত্বেও বিক্রয় না করা, ঘসামজা করে তেলের নির্ধারিত মূল্য পরিবর্তন করাসহ আরও বিভিন্ন অপরাধে ৭ টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্যাম্যমান আদালত।

রোববার (৮মে) সিলেটের কালীঘাট, কাজীরবাজার, লামাবাজার, মদীনামার্কেট, আখালিয়া ও টুকেরবাজারের তেলের ডিলারদের গোদাম ও দোকান তদারকি করা হয়।

এসময় কালীঘাট এলাকায় কোনো গোদামে তেল মজুদের প্রমাণ পাওয়া যায়নি। ব্যবসায়ীদের দাবী তেল কোম্পানীর ডিপোগুলো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না।

বিষয়টি যাছাই করতে অধিদপ্তরের পক্ষ থেকে একই দিনে ডিপোগুলোতে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিপোগুলোর পক্ষ থেকে জানানো হয়, এ কয়েকদিন ঈদের বন্ধ থাকায় তেল সরবরাহ কিছুটা কম ছিলো। তবে আজকে থেকে তাদের কাছে পর্যাপ্ত তেল আসা শুরু হয়েছে এবং তারা নিয়মিত তেল সরবরাহ করবেন।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও মো. সেলিম মিয়া। অভিযানে সার্বিক সহেযোগিতা করেন সিলেট চেম্বার অব কমার্সের একটি টিম, র‌্যাব-৯ এর একটি টিম ও ৭ এপিবিএন এর একটি টিম।


ডেসিস/জকে/ ৮ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code