৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪ কেজি গাঁজাসহ পারভেজ মিয়া নামের এক যবককে গ্রেপ্তার করেছে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ। সে চুনরারুঘাট পৌর শহরের ৪নম্বর ওয়ার্ডেও নয়ানী গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।
সোমবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে চুনারুঘাট থানা পুলিশের এসআই তারিকুল হাসান হিমনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুুলিশ জানায়, উপজেলার ৭নম্বর উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ শ্যামলী কাউন্টারের সামনে পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এরপর একটি স্কুল ব্যাগে থাকা ৪ কেজি গাঁজাসহ পারভেজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডেসিস/জকে/ ০৫ সেপ্টেম্বর ২০২২ইং