Daily Sylhet Sangbad - Latest Bangla News প্রেমিকার বিয়ের খবরে ফেসবুক লাইভে এসে প্রেমিকের আত্মহত্যা
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৭ পূর্বাহ্ন

সিলেটডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৯-১৪ ০৭:৩৭:৫২


প্রেমিকার বিয়ের খবরে ফেসবুক লাইভে এসে প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকের অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে এমন খবরে এমন খবর শুনে ক্ষোভ আর অভিমানে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন রাহিমুল ইসলাম শুভ (২৫)।

সে চাঁদপুরের শুভ হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাঁটিলা গ্রামের মনির হোসেনের ছেলে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) ফেসবুক লাইভে এসে শুভ বলেন, প্রিয়তমা অন্যত্র চলে যাচ্ছে সুতরাং, বেঁচে থেকে আর লাভ কি। তাই চিরবিদায় নিয়ে আমিও চলে গেলাম।

শুভর পারিবার জানায়, পাশের গ্রামের এশটি মেয়েকে ভালোবাসতেন শুভ। দীর্ঘদিন ধরে তাদের দু’জনের মধ্যে বেশ ঘনিষ্ঠতাও ছিল। ঢাকার কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে গেলে শুভ তার পছন্দের মানুষটিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। ফেসবুকে মেয়েটিকে নিয়ে ইতিবাচক পোস্টও দিতেন।

সম্প্রতি হঠাৎ করে শুভর পছন্দের সেই মেয়ের অভিভাবক অন্যত্র বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলে ভেঙে পড়েন শুভ। একপর্যায়ে মেয়েটির অন্যত্র বিয়ের দিন তারিখের খবর পেয়ে ফেসবুক লাইভে এসে সিলিংফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন শুভ।


ডেসিস/জকে/ ১৪ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Google Ad Code Here