Daily Sylhet Sangbad - Latest Bangla News প্রবাসীদরে জন্য সিলেটে দু’টি হেল্প ডেক্স চালু
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৬ পূর্বাহ্ন

সিলেটনিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৯-১৫ ০৮:০৫:০২


প্রবাসীদরে জন্য সিলেটে দু’টি হেল্প ডেক্স চালু

প্রবাসীদের জন্য এই প্রথমবারের মতো সিলেট জেলা পুলিশ চালু করেছে পৃথক দু’টি হেল্প ডেস্ক। এর একটি হচ্ছে ‘প্রবাসী কল্যাণ ডেস্ক’ আর অন্যটি হচ্ছে ‘ওয়ানস্টপ সার্ভিস ফর পুলিশ ক্লিয়ারেন্স’।

এতে প্রবাসে যারা রয়েছেন এবং যারা প্রবাসে যাবেন তারা ওই ডেস্ক থেকে সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ বিষয়টি জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, ‘প্রবাসীরা দেশে এসে কোনো সমস্যায় পড়লে বা বিদেশ থেকেই কোনো সমস্যা সমাধানের বিষয়ে পুলিশকে অবগত করতে সিলেট জেলা পুলিশের এই উদ্যোগ।

আর এই সেবা দেয়ার জন্য ০১৩২০ ১১৭৯৭৯ নাম্বারের হটলাইন চালু করা হয়েছে। এতে সপ্তাহের ৭দিন (২৪ঘন্টা) যোগাযোগ করে কোন টাকা ছাড়াই সেবা নিতে পারবেন প্রবাসীরা। 

এছাড়া নারীদের জন্য হেল্প ডেস্কে আলাদা নারী অপারেটর থাকবে বলেও জানান তিনি।ডেসিস/জকে/ ১৫ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Google Ad Code Here