মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৯-২০ ০৮:১৪:২৫


বিশ্বনাথে অসচ্ছল ৭৫ পরিবার পেলেন অর্থ সহায়তা

সিলেটের বিশ্বনাথের ভোগশাইল গ্রামের ৭৫টি অসচ্ছল পরিবারের মধ্যে প্রবাসীদের দেওয়া নগদ ৪লাখ ৭৫ হাজার টাকা অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) শাহপিন উচ্চ বিদ্যালয় হলরুমে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নগদ এই অর্থ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান হাবিব।

শাহপিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী নাজিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন, সাংবাদিক তজম্মুল আলী রাজু, এমদাদুর রহমান মিলাদ, ভোগশাইল গ্রামের বাসিন্দা আরান মিয়া, আজাদ আহমদ, সাহেদ আহমদ শিপু, শিপলু মিয়া, ভোগশাইল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুর রহমান।


ডেসিস/জকে/ ২০ সেপ্টেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code