দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : মোকাব্বির খান এমপি

সিলেট-২ আসনের এমপি ও গণফোরাম নেতা মোকাব্বির খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ গঠনের। কিন্তু দুর্নীতির কারণে পদে পদে তা বাঁধাগ্রস্ত হচ্ছে।
দুর্ণীতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশকে এগিয়ে নিতে হিমশীম খাচ্ছেন। যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণ এখনই রুখে না দাঁড়ান তাহলে দুর্নীতি চরম আকার ধারণ করবে। দেশ থেকে আরও কোটি কোটি টাকা বিদেশে পাঁচার করা হবে। তাই রাষ্ট্রের মালিক জনগনকেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথের দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে ৫লাখ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আরিফ উল্লাহ সিতাব, উপদেষ্ঠা আবুল খয়ের চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ-সম্পাদক আবুল বশর চৌধুরী, সাবেক যুগ্ম-সম্পাদক জামাল আহমদ, স্থানীয় সাবেক মেম্বার আজম আলী, শিক্ষানুরাগী রুহেল আহমদ কালু ও সংগঠক নুরুল ইসলাম আজাদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জার্মাণ প্রবাসী নুরুজ খান, সমাজসেক মনিরুজ্জামান চৌধুরী, দৌলতপুর হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কিমিটর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
এরআগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসা ছাত্র আব্দুস শাকুর, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মাওলানা লায়েক আহমদ, মাদ্রাসা শিক্ষার্থী বাহা উদ্দিন মাছুম ও তায়্যিবাহ আক্তার খাদিজা।
সভা শেষে সকলের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/ ২৩ অক্টোবর ২০২২ইং