সিলেটে ৫নারীসহ গ্রেপ্তার ৭

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৫নারীসহ ৭জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। অপর দুই পুরুষের মধ্যে একজন হোটেল ম্যানাজারও। তারা সকলেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো।
গত ৮ নভেম্বর দুপুরে দক্ষিণ সুরমার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলের ২য় তলার ১১১ ও ১০৮ নং কক্ষে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এরা হচ্ছে, সিলেটের গোায়াইনঘাট উপজেলার বাসিন্দা ও তিতাস আবাসিক হোটেলের ম্যানেজার গিয়াস উদ্দিন (৪৪), বি-বাড়ীয়ার হেবজু মিয়া (৩০), নারায়নগঞ্জের আমেনা আক্তার বিউটি (২৬), বরিশালের জাহানারা বেগম (২৬), চাঁদপুরের রেশমি আক্তার (২৪), নরসিংদীর ইসমা বেগম (২০) এবং সালমা বেগম (২০)।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে দÿিণ সুরমা থানায় মামলা দেওয়া হয়েছে।
ডেসিস/জেকে/ ১০ নভেম্বর ২০২২ইং