সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-১১-২৫ ০৬:১৩:৫৭


শাবির ছাত্রী হল থেকে অনুমোদনহীন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি জব্দ

শাবির ছাত্রী হল থেকে জব্দ করা ইলেক্ট্রনিক যন্ত্রপাতি

সিলেটের মদিনা মার্কেট এলাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের ‘সামাদ হাউস’ থেকে অনুমোদনবিহীন রাইস কুকার, হিটার ও ইস্ত্রি জব্দ করেছে হল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ও রাত ১০টার দিকে দুই দফা অভিযানে ছাত্রীদের একাধিক কক্ষ থেকে এসব বৈদ্যুতিক যন্ত্র জব্দ করা হয়।

জানাগেছে, সামাদ হাউস নামে ভাড়া ভবনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল হিসেবে ব্যবহার করা হয়। ২০২১ সালে ওই ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বেশ ক্ষয়ক্ষতি হয়।

চলতি বছরের নভেম্বর মাসে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনের বেশ কিছু বৈদ্যুতিক বাতি, ফ্যানসহ ল্যাপটপ, মুঠোফোনের চার্জার নষ্ট হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও এই ঘটনার পুনরাবিত্তি ঘটে।

এসব দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ওই ভবনের সব বৈদ্যুতিক সংযোগগুলো একাধিকবার পরীক্ষা করেছে। তবে, সেখানে কোনো সমস্যা পাওয়া যায়নি। পরে প্রকৌশলীরা ধারণা করেন, উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের ফলে এমন দুর্ঘটনা ঘটতে পারে।

এর পররপ্রেক্ষিতে প্রাধ্যক্ষ বডি বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রীদের কক্ষে তল্লাশি চালায়। এ সময় ছাত্রীদের কক্ষ থেকে ৩টি রাইস কুকার, ৬টি বৈদ্যুতিক ওয়াটার হিটার ও ৫টি ইস্ত্রি জব্দ করা হয়।

হলের একাধিক ছাত্রী জানান, গত সপ্তাহে একবার বিদ্যুতের সংযোগ লাইন পুড়ে গিয়েছিল। পরে বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ সেটা মেরামত করিয়ে দিয়েছিল।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় আবার একই ঘটনা ঘটেছে। ছাত্রীদের অভিযোগ, বেশ কিছু ছাত্রী অনুমোদনহীনভাবে রাইস কুকার, হিটার ব্যবহার করতেন। এতে বিভিন্ন সময় দুর্ঘটনায় তাঁদের কক্ষের বাতিসহ ল্যাপটপ ও মুঠোফোনের চার্জার নষ্ট হয়ে যায়।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান বলেন, হলে একাধিকবার বৈদ্যুতিক সমস্যা হওয়ায় বৃহস্পতিবার অভিযান চালানো হয়েছে।


ডেসিস/জেকে/ ২৫ নভেম্বর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code