অবৈধ সম্পদের মালিক নয়, জনগনের সেবক হতে চাই : এমপি মোকাব্বির খান

সিলেট-২ আসনের এমপি ও গনফোরামের কার্যনির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে অসাধু রাজনীতিক আর আমলারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছেন। তারা নিজেরা শত হাজার কোটি টাকার মালিক হয়েছেন, প্রাসাদ সমান বাড়িতে বসবাস করছেন।
এইসকল দুর্নীতিবাজদের মতো অবৈধ পাহাড় সমান সম্পদ কিংবা টাকার মালিক হতে চাইনা। আমি জনগনের সেবক হয়ে সেবা করতে চাই।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দশঘর ইউনিয়নের সমেমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও দৌলতপুর ইউনিয়নের ‘বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়ক’ সংস্কার কাজের উদ্বোধন শেষে সিংগেরকাছ বাজার পরিচালনা কমিটির উদ্যোগে সিংগেরকাছ বাজারে তাঁর (এমপির) সম্মানে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ১টায় প্রায় ৯৪ লাখ টাকা ব্যয়ে দশঘর ইউনিয়নের সমেমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি। এরপর বিকেলে প্রায় ৫কেটি টাকা ব্যয়ে দৌলতপুর ইউনিয়নের ‘বৈরাগী বাজার-সিংগেরকাছ বাজার সড়ক’ সংস্কার কাজের উদ্বোধন করেন এমপি মোকাব্বির খান।
সিংগেরকাছ বাজার পরিচালনা কমিটির সভাপতি আফরোজ আলীর সভাপতিত্বে ও সংগঠক মোশারফ হোসেন এবং জয়নাল মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থসারথী দাস পাপ্পু।
পৃথক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্যানেল চেয়ারম্যান পাবেল সামাদ মেম্বার, সমাজসেবক এইচএম আরশ আলী, আওয়ামী লীগ নেতা এমএ রহিম, মানিক মিয়া, আবুল কালামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপিস্থত ছিলেন।
ডেসিস/জেকে/ ২৭ ডিসেম্বর ২০২২ইং