সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-০৩ ০৭:৩০:০৫


ধর্ম নিয়ে কটূক্তি, রাকেশের ৭ বছরের জেল

রাকেশকে জেলে নিয়ে যাওয়া হেচ্ছ

ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কট‚ক্তির মামলায় রাকেশ রায নামের ব্যক্তিকে ৭বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। রাকেশ রায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (৩ জানুয়ারি) আইসিটি আইনের ৫৭ ধারায় সিলেটর সাইবার অপরাধ নিয়ন্ত্রন ট্রাইবুনালের বিচারক আবুল কাশেম এ রায় প্রদান করেন।

রায় ঘোষণাকালে জামিনে থাকা রাকেশ রায় আদালতে উপস্থিত ছিলেন।রায়ের পর আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানাগেছে, রাকেশের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারায় মাশরা করা হয়েছিলো। যা এখন ডিজিটাল নিরাপত্তা আইনে রুপান্তরিত হয়েছে। মামলার শুনানি ও যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রাকেশ রায়কে ৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

সূত্রমতে, ফেসবুকে ধর্ম অবমাননানার অভিযোগে রাকেশ রায়কে ২০১৭ সালের ৭ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই বছরের জুন মাসে রাকেশের বিুরদ্ধে জকিগঞ্জ থানায় মামলা করেন ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি। বাদি ও বিবাদি দু’জনই জকিগঞ্জের বাসিন্দা। মামলার এজাহারে রাকেশের বিরুদ্ধে নিজের ফেসবুক টাইমলাইনে ইসলাম ধর্ম, মহানবী ও প্রানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগ করা হয়।

তবে, মামলার রায়ে সন্তুষ্ট নন রাকেশের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী। তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিযেছেন। তিনি জানান, আইনজীবী হিসেবে তিনি আদালতের রায়ের বিরুদ্ধে কিছু বলতে পারেন না।

তবে, ন্যায় বিচারের আশায় তিনি উচ্চ আদালতে আপিল করবেন। তার দাবি, আসামি রাকেশ রায়ের বক্তব্য মতে রাকেশের নামে ভুয়া আইডি খোলে তার ফেসবুকে ধর্ম নিয়ে কট‚ক্তি করা হয়েছে।


ডেসিস/জেকে/০৩ জানুয়ারি ২০২২ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code