সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০১-১৯ ০৮:৫৪:১৬


বিশ্বনাথ পৌরসভায় সংবর্ধিত হলেন বিদায়ী সার্কেল অফিসার রফিক

বিসম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন সার্কেল অফিসার রফিক

সিলেটের বিশ্বনাথ পৌরসভার পক্ষ থেকে ওসমানীনগর সার্কেলের বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে পৌরসভার সালিশ বোর্ডের কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং সভাপতির বক্তব্য দেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা অ্যাডভোকেট জাহেদ সুমন, পৌরসভার প্রকৌশলী ভবি মজুমদার, প্যানেল মেয়র রফিক হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, রাসনা বেগম, লাকী বেগম, কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, মোহাম্মদ সুমন, মুহিবুর রহমান বাচ্ছু, বারাম উদ্দিন, জহুর আলী ও শামীম আহমদ।


ডেসিস/জেকে/১৯ জানুয়ারি ২০২৩ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code