সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৩-০২-২১ ০৬:৫৫:২২


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বনাথে ছইল মিয়া ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থী সংবর্ধবিনা ও শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্বনাথে শিক্ষা উপকরণ বিতরণ করছেন অতিথিরা

সিলেটের বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্দীদের সংবর্ধনা ও শতাধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পালেরচকের ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। বক্তব্যে তিনি বলেন, দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপুর্ন অবদান রেখে যাচ্ছে।ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহবানও জানান তিনি।

আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রেন্টু আলীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন ও সাবেক সভাপতি আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিদ্যালয়ের সাবেক সভাপতি আহমেদ শরিফ, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হোসাইন আহমদ, সহকারী শিক্ষক কাওসার আহমদ ও শক্ষানুরাগী পীর এনামুল হক।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বেলাল আহমদ শাহীন ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অফিস সম্পাদক সুরমা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশিক আলী, অফিস সম্পাদক আব্দুস সালাম, প্রবীণ মুরব্বী গণি শাহ, শিক্ষক আবুল হোসেন খান ও হলিচাইল্ড স্কুলের প্রধান শিক্ষক চিশতি। এসময় দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/ ২১ ফেব্রুয়ারি ২০২৩ ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code