ইসলামী বক্তার জিহ্বা কর্তন মামলায় ৪জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামি বক্তার জিহ্বা কেটে নেওয়ার ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার কয়েকন স্থানে অভিযান চালিয়ে এর ৪জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার শ্রীপুর গ্রামের মৃত হেলমি ভুইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভুইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), দৌলতবাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫) ও কুমিল্লার দেবিদ্বার থানার বিংলাবাড়ি গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে মো. ইমরুল ইসলাম রিমন (২০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম, গত ৫ মার্চ রাত ১২টার দিকে ইসলামি বক্তা মাওলানা মুফতি শরিফুল ইসলাম নুরী (৩৮) বিজয়নগর থানাধীন দৌলতবাড়ী দরবার শরিফের মাহফিল শেষে তার পরিচিত একজনসহ মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার রামধননগর রেলক্রসিংয়ে পৌঁছামাত্র কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা চালান।
এসময় হামলাকারীরা মাওলানা শরিফুলের মুখে আঘাত করলে তার জিহ্বা কেটে যায়। এছাড়াও তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় শরীফুলের চাচা মো. আব্দুল বাছির ভুইয়া (৫৫) বাদী হয়ে আখাউড়া থানায় ৫মার্চ মামলা দায়ের করেন।
ডেসিস/জেকে/৮মার্চ ২০২৩ইং