হবিগঞ্জে বোর ধান কাটা শুরু

হবিগঞ্জে শুরু হয়েছে ধান কাটা উৎসব। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুরে আনুষ্ঠানিকভাবে ধান কাটা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় ধান কাটার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বক্তব্যে তিনি বরেন, উন্নত জাতের ধান চাষের এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে মাঠে মাঠে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন।
বঙ্গবন্ধুরও এই একই স্বপ্ন ছিলো। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা অনেক আগে থেকেই কৃষকরা ধরে রেখেছেন।
ধানকাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক মো. নুরে আলম সিদ্দিকী ও উপজেলা কৃষি অফিসার মো. এনামুল হক।
ডেসিস/জেকে/১৩এপ্রিল ২০২৩ইং